শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিকের কাছ থেকে তুলে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ!

মোবাইলফোনে প্রেমের টানে যশোর থেকে বরিশালের চরমোনাইতে প্রেমিকের কাছে এসে এক প্রেমিকা (স্কুলছাত্রী) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়নি।

স্থানীয়রা জানায়, চরমোনাইর রাজারচর গ্রামের মো. গেদুর বাসার গৃহশিক্ষক ইমরান। সে চরমোনাই সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তার সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যশোরের মনিরামপুর উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী মনিরার।

ইমরানের সঙ্গে দেখা করতে সোমবার রাতে মনিরা চরমোনাই রাজারচর গ্রামে আসে। এ সময় ইমরান তাকে আত্মীয় পরিচয় দিয়ে স্থানীয় রিজিয়া বেগমের ঘরে নিয়ে যায়।

রিজিয়া বেগম জানান, সোমবার রাত ১২টার দিকে ইমরান ও তার এক বন্ধু মেয়েটিকে নিয়ে তার ঘরে আসে। আত্মীয় পরিচয়ে রাতে থাকার সুযোগ দেয়ার অনুরোধ করলে তাকে তিনি আশ্রয় দেন।

পরে স্থানীয় রুবেল গাজী, জুলহাস ও রাসেল ঘরে প্রবেশ করে। তারা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য অন্য কক্ষে নিয়ে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ এক হাজার ৬০০ টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এরপর তাকে গণধর্ষণ করে বলে মেয়েটি তাকে জানিয়েছে।

রিজিয়া বেগম জানান, ‘রুবেল গাজী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় আমি কাউকে কিছু বলিনি।’

স্থানীয়রা জানায়, ধর্ষিত হওয়ার বিষয়টি ওই ছাত্রী গ্রামের অর্ধশতাধিক লোকের সামনে জানায়। পরে ইউপি সদস্য মামুন গাজী বিষয়টি কোতয়ালী মডেল থানায় অবহিত করেন। থানার এএসআই শরিফুল মঙ্গলবার বিকালে ছাত্র ছাত্রীকে উদ্ধার করে।

অভিযুক্ত রুবেল গাজী জানায়, ‘মেয়েটির মোবাইল, টাকা ও গহনা থানা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। ওই মেয়েকে ধর্ষণ করা হয়নি।’

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, গণধর্ষণের অভিযোগ সত্য নয়। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যশোরের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেখানকার থানায় তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত