প্রেমিকের বাড়িতে তরুণীকে নির্যাতন, আটক ১

মাদারীপুরে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন চালানো এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিকের ভাই বিদ্যুৎ কির্ত্তনীয়াকে (৩৬) আটক করা হয়েছে।
রাজৈরের আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কনা বলেন, ‘৫ দিন ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণীকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি শোনা মাত্রই আমি ছুটে আসি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে অভিযুক্ত বিদ্যুৎ কির্ত্তনীয়াকে আটক করেছে পুলিশ।’
রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কুমার রায় জানান, ৫ বছর আগে ওই তরুণীর সঙ্গে আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শিশির কির্ত্তনীয়া নামে এক শিক্ষকের প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তরুণীর সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েন শিশির। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে অপরাগতা প্রকাশ করেন ওই শিক্ষক।
এদিকে ওই তরুণী শুক্রবার সকালে শিশিরের বাড়িতে গেলে শিশিরের বড় ভাই বিদ্যুৎ কির্ত্তনীয়াসহ বাড়ির লোকেরা তাকে আটকে রেখে নির্যাতন করেন। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে মঙ্গলবার সন্ধ্যায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তরুণীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ কির্ত্তনীয়াকে আটক করা হয়েছে।
এসআই অমল কুমার রায় আরও জানান, তরুণীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন