প্রেমিকের সাথে বন্ধুর রুমে শারীরিক সম্পর্ক: অতঃপর (ভিডিও সহ)

সমবয়সী প্রেম বেশীর ভাগ সময় জোড়া লাগে না। যেমন জোড়া লাগেনী কনক এবং সীমার প্রেম। দুজনই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণী। সেই ইন্টারে পড়ার সময় থেকে তাদের মাঝে ভালোলাগা এবং ভালোবাসা। কি হয়নী সীমা কনকের প্রেম ভালোবাসায়? একথার সহজ উত্তর হতে পারে কি বাদ যায়নী তাদের প্রেমের সম্পর্ক।
যেখানে একটি মেয়ে তার প্রেমিকের সাথে বন্ধুর রুমে গিয়ে গোপন সম্পর্ক জড়ায়, সেখানে বলা যায় মেয়েটি সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলো ছেলেটিকে। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে সীমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ছেলেটি যেহেতু নিজের পায়ে দাঁড়ায়নী তাই বিয়েতে না গিয়ে মেয়েটির সাথে সম্র্পক শেষ করে দেয়।
পরে পরিবারিক পছন্দে একটি ছেলের সাথে চেনা জানা। শুরুতেই মেয়েটি তার সব খুলে বলে। কিন্তু সেই ছেলেটিরও যে একটি সম্র্পক ছিল তা বলা হয়নী। মেয়েটি যখন তা জানতে পারে, তখন সেই ছেলেটিকেও অপমান করে দূরে সরিয়ে দেয় সীমা।
অপমানের প্রতিশোধ নিতে সে পুরনো প্রেমিক কনকের সাথে যোগাযোগ করে। সংগ্রহ করে সেই গোপন ভিডিওটি। তারপর কি হবে? কোন সে গোপন ভিডিও? কি আছে তাতে?
এমনই এক সত্য ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনের নিয়োমিত আয়োজন ‘ফাঁদ”।
https://youtu.be/bMIXDHdqVvc
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন