প্রেমের কারণে কিশোর-কিশোরীকে নির্যাতন (ভিডিও সহ)
প্রেম করে নির্মম নির্যাতনের শিকার হতে হলো আইরিন আক্তার এবং স্বপন নামের দুই কিশোর-কিশোরীকে। তাদের দুজনকে এক সঙ্গে বেঁধে জুতা পেটা করেছে স্থানীয় প্রভাবশালীরা।
গত ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচরে এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় ২০ ফেব্রুয়ারি। আইরিন-স্বপনের নির্যাতনের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইউটিউবে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।
আইরিন আক্তার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ঘাটকুল গ্রামের হতদরিদ্র সোনামিয়া ছৈয়ালের মেয়ে। স্বপন একই গ্রামের দরিদ্র আসমত আলী খাঁর ছেলে।
জানা গেছে, নির্যাতনকারীরা প্রভাবশালী এবং তাদের হুমকির কারণেই এ নিয়ে মামলা করার সাহস পায়নি দরিদ্র আইরিন এবং স্বপনের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন হলো প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে স্বপন ও আইরিন। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি তাদের আটক করে স্থানীয়রা। এরপর তাদের ধরে কুন্ডেরচর আবদুল মান্নান মল্লিককান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যান স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ও সুলতান মল্লিক। তাদের নেতৃত্বেই স্বপন ও আইরিনকে চরম নির্যাতন করা হয়। তাদেরকে এক রশিতে বেঁধে জুতা পেটা করে জুতার মালা পরিয়ে স্কুল মাঠে ঘোরানো হয়। আইরিন ওই স্কুলেরই ছাত্রী। জুতার পেটন খেয়েও মুক্তি মেলেনি তাদের। আইরিন এবং স্বপনকে রাতে স্কুলের একটি ভবনে আটকে রেখেও ব্যাপক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আইরিন এবং স্বপনকে নির্যাতনের খবর পেয়ে পরের দিন স্কুল মাঠে ছুটে আসেন তাদের পরিবার। এরপর মারাত্মক আহত স্বপন ও আইরিনকে ছাড়িয়ে নিয়ে যান । গত ১৩ দিনেও সুস্থ হয়ে ওঠেনি নির্যাতনের শিকার ওই কিশোর-কিশোরী।
আইরিনের বাবা সোনামিয়া ছৈয়াল জানিয়েছেন, মামলা করলে প্রভাবশালীরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তাই তিনি আইনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন।
এদিকে নির্যাতনের ঘটনা নিয়ে কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের বক্তব্য ভিন্ন। মেম্বার এ ঘটানকে সামাজিক বিচার বললেও এ ঘটনাকে অমানবিক বলেছেন চেয়ারম্যান। চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী এ ঘটনার বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://youtu.be/48a_C2Y2cHE
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন