প্রেমের জখম সারাচ্ছেন রণবীর!
বেশ কিছুদিন ধরে চলছে অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে নানা খবর। এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে, ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ির পর ফুটবলের প্রেমে পড়েছেন রণবীর কাপুর।
জানা গেছে, ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সময় কাটাতে এবং মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে নিয়মিত ফুটবল খেলছেন রণবীর। সম্প্রতি তাকে অভিষেক বচ্চন, দিনো মারিয়া, আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নিতে দেখা গেছে।
একটি সূত্র জানিয়েছে, রণবীর স্থানীয় পর্যায়ের কয়েকটি ফুটবল ম্যাচ খেলার জন্য স্পেনের বার্সেলোনায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সূত্রটি আরো বলছে, এটি তার জন্য ভালো হবে। দেশের বাইরে গিয়ে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলে তিনি ছাড়াছাড়ির বিষয়টি থেকে মনোযোগ সরিয়ে ফেলতে পারবেন। তিনি কিছু সময়ের জন্য ফুটবলে নিজেকে নিমগ্ন রেখেছেন এবং সেটিতেই ফোকাস করার চেষ্টা করছেন।
বলতে গেলে অবসরেই দিন কাটছে রণবীর কাপুরের। বর্তমানে কোনো সিনেমার বা প্রচারণার কাজ করছেন না তিনি। ক্যাটরিনার সঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছিলেন এ অভিনেতা। কিন্তু ছাড়াছাড়ি হওয়ার ফলে সেটিও বর্তমানে বন্ধ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন