প্রেমের টানে চীনের প্রাচীর টপকে পাকিস্তানে চীনা-সুন্দরী

এক পাকিস্তানের ছেলের প্রেমে পড়েছিলেন চীনের মেয়ে টেইং ডলি। তার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু সেই একদিন বেপাত্তা। তাকে খুঁজতেই পাকিস্তানে পাড়ি ওই তরুণীর। আপাতত পাঞ্জাব পুলিশের অধীনে তিনি।
বছর ২৩-এর এই যুবতী একটি মেডিক্যাল কলেজে ক্লার্কের চাকরি করেন। আমিন জাতোইয়ের সঙ্গে সেখানেই দেখা হয় তার। আমিন ওই কলেজে মেডিসিন নিয়ে পড়াশোনা করতেন। তিনি জানিয়েছেন, দু’জনের সম্পর্ক ছিল। তাদের মধ্যকার ভালোবাসা সাগরের চেয়ে গভীর, হিমালয়ের চেয়ে উঁচু। এমনকী আমিনের জন্য নিজের বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিলেন তিনি। অক্টোবরে তাকে কিছু না জানিয়ে পাকিস্তানে পাড়ি দেয় আমিন।
আমিন জাতোই খুঁজতে খুঁজতে দিন ২০ আগে মুজফফরনগর পৌঁছন তিনি। এরপর তিনি যান ইসলামাবাদ। কিন্তু তাকে ঢুকতে দেয়নি আমিনের পরিবার। তিনি ফেরৎ আসেন মুজফ্ফরনগরে। তার নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ তাকে নিয়ে যায়। ইসলামাবাদে চীনা দূতাবাসে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে। আমিনকে ছাড়া কিছুতেই চীনে ফিরতে রাজি নন তিনি। আমিনের পরিবারের দাবি চীনেই আছে ওই যুবক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন