প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে মারধর

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব রাজপারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বখাটে ও তার পরিবারের লোকজন স্থানীয় কাছিছিড়া এলাকায় দ্বিতীয়বার হামলায় ওই ছাত্রীর চাচা আউয়াল খান (২৬) গুরুতর আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে ও তার মা-বাবাসহ চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ রাতেই বখাটে হাসানকে (১৮) গ্রেফতার করে।
হাসান উপজেলার পূর্ব রাজপারা গ্রামের ইছাহাক খানের পুত্র।
মামলা সূত্রে যানাজায়, ওই ছাত্রীকে একই এলাকার বখাটে হাসান দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বার বার ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখান করায় বৃহস্পতিবার তার ওপর হামলা চালায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বখাটে হাসানকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন

স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন

বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন