প্রেমের বিয়েতে সহযোগিতা করায় বসতঘরে আগুন!
লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে প্রেমের বিয়েতে সহযোগিতার করার ‘অপরাধে’ দিনমুজুর মিজানের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায় প্রেমিকার বাবার বিরুদ্ধে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের ওয়ালী বাড়ির আলী হোসেনের মেয়ে ফেরদৌসী বেগমের (২০) সাথে একই বাড়ির জহিরুল ইসলামের ছেলে শাহ আলম দীর্ঘদিন প্রেম করার পর ৪ মাস পূর্বে গোপনে বিয়ে করেন। ছেলের বাবা এই বিয়ে মেনে নিলেও মেয়ের বাবা আলী হোসেন বিয়ে মেনে নেন নি।
পরবর্তীতে মেয়ের বাবা একই বাড়ির দিনমুজুর মিজানের স্ত্রী কুলচুম আক্তার ভুলু বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে ১টার সময় মেয়ের বাবা আলী হোসেন নেতৃত্বে আরিফ হোসেন, বিল্লাল হোসেন, আ. কাদের, কামাল হোসেনসহ ৭/৮ জন মিলে মিজানের বসতঘরে হামলা চালায়। এ সময় মিজানুর রহমারের মা আমেনা বেগম, স্ত্রী কুলচুম আক্তার ভুলুসহ ৩জনকে পিটিয়ে আহত করে।
এই হামলাকারীদের বিচার চেয়ে মিজান নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট অভিযোগ করেন। এতে আলী হোসেন আরও ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত তিনটার দিকে আলী হোসেন তার সহযোগিদের নিয়ে মিজানের বসতঘরে আগুন লাগিয়ে দিলে মুহুত্বের মধ্যে ঘরটি পুড়ে চাঁই হয়ে যায় বলে অভিযোগ করেন মিজানুর।
দিনমুজুর মিজান জানান, আলী হোসেনের মেয়ের প্রেম ও বিয়ে করা ব্যাপারে আমার স্ত্রীর সহযোগিতার অজুহাত তুলে কয়েক মাস ধরে আমাদেরকে আলী হোসেন হুমকী দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আমাদের উপর হামলাও করেছে। গতকাল রাতে ঘরে আগুন দিয়ে আমাদের নিঃস্ব করে দেয়।
নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম আবদুল করিম মাস্টার জানান, ‘বিষয়টি অত্যান্ত দুঃখ্যজনক। আমি মীমাংসা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি । তাদেরকে বলে দিয়েছি থানায় মামলা করার জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন