প্রেমে পড়া আর ড্রাগ সেবন আসলে একই জিনিস!! কী বলছে গবেষণা?
কোনও মানুষ যখন তার প্রেমাস্পদের ছবির দিকে তাকায় তখন তার মস্তিস্কে যে প্রতিক্রিয়া হয় তা কোকোনের মতো ড্রাগ সেবনের প্রতিক্রিয়ার সমতুল।
প্রেমকে নেশার সঙ্গে উপমিত করার রীতি অনেক দিনের। গালিব সেই কবে লিখে গেছেন ‘‘ঈশক নে গালিব নিকম্মা কর দিয়া’’। কিন্তু সত্যিই কি প্রেম মানুষকে নিকম্মা অর্থাৎ নিষ্কর্ম করে দেয়। সাইকোলজি টুডে নামের জার্নালে প্রকাশিত একট গবেষণাপত্রে গবেষক শাওনা স্প্রিঙ্গার কিন্তু জানিয়েছেন, বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ করেছে যে, প্রেম মানবমস্তিস্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও বিবেচনা বোধ হ্রাস করে।
শাওনা বিগত কুড়ি বছর ধরে মানবমস্তিস্কে প্রেমের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছেন। প্রায় ১০০ জন প্রেমে-পড়া মানুষকে নিয়ে সমীক্ষা চালানোর পরে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, প্রেমে পড়ার পর মানুষের শরীরে কিছু রাসায়ণিক এমনভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় যে তার পরিণামে মস্তিস্ক আংশিকভাবে পঙ্গু হয়ে পড়ে।
উদাহরণস্বরূপ, প্রেমে পড়ার পরে শরীরে ডোপামাইনের মতো কিছু রাসায়ণিক বেড়ে গিয়ে মস্তিস্কের বিবেচনাবোধ কমিয়ে দেয়।
এমনকী শাওনা এমনটাও বলেছেন যে, কোনও মানুষ যখন তার প্রেমাস্পদের ছবির দিকে তাকায় তখন তার মস্তিস্কে যে প্রতিক্রিয়া হয় তা কোকোনের মতো ড্রাগ সেবনের প্রতিক্রিয়ার সমতুল।
তাহলে গালিব যে বলেছিলেন, প্রেম তাঁকে নিকম্মা করে দিয়েছে, তা নিছক কাব্যকথা ছিল না। প্রেমের সত্যিই মানুষকে নিষ্কর্মা করে দেওয়ার ক্ষমতা আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন