প্রেমে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে হাতুড়ি পেটা

প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় মংলায় জাহানারা আক্তার হাসি (২০) নামের এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে অসিম ঘোষ (২৮) নামের এক বখাটে যুবক। আহত হাসি খুলনা জেলার রুপসা ডিগ্রি মহা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সোমবার ভোররাতে ওই মেয়ের চাদপাই ইউনিয়নের তালতলা গ্রামের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে সে। পরে আশঙ্কাজন অবস্থায় কলেজ ছাত্রী হাসি (২০) কে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পুলিশ বখাটে যুবক অসিম ঘোষকে আটক করেছে। অসিম একই এলাকার মন্টু ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মংলার থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের ঘের ব্যবসায়ী মন্টু ঘোষের ছেলে অসিম ঘোষ একই এলাকার মো: সেন্টুর কলেজ পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
কিন্তু ওই কলেজ ছাত্রী হাসি প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। একপর্যায়ে ওই মেয়ের বাসায় কেউ না থাকার সুযোগে সোমবার ভোররাতে তার উপর চড়াও হয় সে।
পরে হাতুড়ি দিয়ে হাসির মাথায় এলোপাতাড়ি আঘত করে। তার আত্মচিৎকারে পরে এলাকাবাসি এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপরে রক্তাক্ত অবস্থায় হাসিকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি লুৎফর
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন