শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেম করেই বিয়ে করতে চাই:নাবিলা

উপস্থাপনায় অল্প সময়ে বেশ সফলতার পরিচয় দিয়েছেন নাবিলা। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রেও সফলভাবে কাজ করেছেন। এবার প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘আয়নাবাজি’। জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় এ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। আজকের ‘আলাপন’-এ নিজের প্রথম চলচ্চিত্রসহ নানা বিষয়ে কথা বলেছেন নাবিলা। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের ‘আলু পেঁয়াজের কাব্য’ গানটি গত বুধবার সন্ধ্যায় ইউটিউবে প্রথম প্রকাশ হলো। কেমন সাড়া পাচ্ছেন ?
‘আয়নাবাজি’ আমার অভিনীত প্রথম ছবি। শুটিং ও সম্পাদনা শেষ হবার পর দর্শকরা এই গানের মধ্য দিয়ে আমাকে চলচ্চিত্রের প্রথম গানে অভিনেত্রী হিসেবে দেখতে পেলেন। ভালোই লাগছে। গানটি ইউটিউবে প্রকাশের পর বেশকিছু ফোনও পেয়েছি। তবে নিজের প্রথম চলচ্চিত্র তো তাই ভীষণ ভয় হচ্ছে। এ গানের কথা লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব আর তাতে কণ্ঠ দিয়েছেন শান। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম হাফ স্টপ ডাউন।

এই ছবিতে কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন ?
এ ছবিতে আমার চরিত্রের নাম হৃদি। সাধারণ পরিবারের একজন শিক্ষিত মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। আমার বিপরীতে চঞ্চল ভাই অভিনয় করেছেন। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। শুধু ভালো একজন অভিনেতাই নন, চঞ্চল ভাই একজন ভালো মানুষও। আর অমিতাভ ভাইতো গুনী মানুষ। সবমিলিয়ে এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালোই লেগেছে ।

এই চলচ্চিত্রে অভিনয়ের বাইরে সম্প্রতি নতুন কোনো নাটকে কি অভিনয় করেছেন ?
না। আগে চলচ্চিত্রের ফলাফলটা দেখতে চাই। তারপর ভেবে দেখব। সবশেষ একটা টিভি ধারাবাহিকে কাজ করেছিলাম। জিটিভিতে প্রচারিত এই নাটকের নাম ছিল ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ, ইমরাউল রাফাত, গৌতম কৌরি ও গোলাম মোক্তাদির শান। এই মাসেই ধারাবাহিকটির কাজ শেষ হয়েছে। নতুন করে কোনো নাটকে কাজ করার কথা এখনই ভাবছি না।

টিভি বিজ্ঞাপন বা উপস্থাপনার খবর কি ?
টিভি বিজ্ঞাপনে কাজ করছি না। তবে বিটিভির ‘স্বপ্ন নয় সত্যি’ নামে একটি শোর উপস্থাপনা করছি। আর এটিএন বাংলায় প্রচার চলতি বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘নাটকের পরে’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছি।

নতুন চলচ্চিত্রে কাজ করা নিয়ে পরিকল্পনা কি ?
নতুন চলচ্চিত্রে কাজ করব। কিন্তু এর আগে আমাকে একটা বিষয় নিশ্চিত হতে হবে। সেটা হচ্ছে, একই মনন আর মেজাজের টিম এবং ভালো গল্পের ছবি হলে চলচ্চিত্রে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। এসব না মিললে কাজ করব না।

নিজের ভবিষৎ পরিকল্পনা কি ?
আপাতত ভবিষৎ পরিকল্পনা একটাই-উপস্থাপনার কাজটা আজীবন করে যেতে চাই। কারণ এ কাজটা আমি দারুণ উপভোগ করি।

আর বিয়ে ?
হা হা হা …। এটুকু বলতে পারি, প্রেম করেই বিয়ে করতে চাই। তবে আপাতত মনের মানুষ ঠিকঠাক করা নেই। তাই মনে হচ্ছে না আমার বিয়ে সহসা হবে! আমার পছন্দের পাশাপাশি মনের মতো মানুষ পাচ্ছি না। তাই আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন