প্রেম করে বন্ধুদের ভুলে গেছেন?
কিছুদিন ধরে আপনার বন্ধুরা একটাই অভিযোগ করছেন। আর তা হলো আপনি প্রেম করার পর বদলে গেছেন! বন্ধুদের ওপর অযথা রাগ করে কোনো লাভ নেই। কারণ সত্যি সত্যিই আপনি বদলে গেছেন! সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, তরুণ-তরুণীরা যদি নতুন প্রেমে পড়েন তাহলে তিনি তাঁর বন্ধুদের চেয়ে সঙ্গীর সঙ্গে বেশি হাসিখুশি থাকেন। অথচ প্রেম করার আগে তিনি তার বন্ধুদের সান্নিধ্যেই বেশি আনন্দ পেতেন।
‘বেশির ভাগ বন্ধুদের অভিযোগ থাকে- রোমান্টিক জুঁটিরা বন্ধুত্ব থেকে অনেক দূরে সরে যায়’, বললেন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষণাটির অন্যতম গবেষক ব্রেট লারসেন।
ব্রেট আরো বললেন, ‘কিশোর থাকা অবস্থায় কীভাবে তারা বদলে যায় সেই তথ্যও এই গবেষণায় উঠে এসেছে। একই গোত্রীয় বন্ধুদের গুরুত্ব তখন কমে যায় আর ভালোবাসার মানুষটি তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
যাই হোক, গবেষণা থেকে এটা প্রমাণিত হয় যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কের পরিবর্তে নতুন রোমান্টিক সম্পর্কে মানুষ বেশি ঝুঁকে পড়ে।
‘প্রেমে পড়ার পর বন্ধুদের সঙ্গে আগের মতো সময় কাটানো হয় না, পার্টিতে যাওয়া হয় না, ড্রিংকস করা হয় না। কারণ প্রেমে পড়ার পর রোমান্টিক জুটিরা একে অন্যরে শর্তাবলি মেনে চলার চেষ্টা করে’, বললেন ব্রেট।
১২ থেকে ১৯ বছর বয়সের ৬৬২ জন মেয়ে এবং ৫৭৪ জন ছেলেকে নিয়ে এই গবেষণা করা হয়। যাঁদের মধ্যে রোমান্টিক জুঁটি এবং তাদেরই বাছাইকৃত বন্ধুরা অংশগ্রহণ নেন। আর একটি অ্যালকোহলের পরিমাপক যন্ত্রও এই গবেষণায় রাখা হয়।
গবেষণায় দেখা গেছে, যে বন্ধুদের সঙ্গে রোমান্টিক জুটি ছিল, তাঁরা অ্যালকোহলের প্রতি কম আসক্ত হন। আর যেসব বন্ধুর সঙ্গে কোনো রোমান্টিক জুটি ছিল না, তাঁরা অ্যালকোহলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েন।
গবেষণাটি থেকে এটাই প্রমাণিত হয় যে, কিশোর বয়সে প্রেমে পড়লে মানুষের মধ্যে কিছুটা ইতিবাচক পরিবর্তন ঘটে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে পরিবর্তনটি নেতিবাচকও হয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন