প্রেম রাতান ধান পায়ো’ নিয়ে আসছেন সালমান
বজরঙ্গি ভাইজানের মতো আবারো আলোচনায় মুম্বাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান খান। অনেকে তো ভবিষ্যৎ বাণীই করে ফেলছেন যে, আবারো একটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দিতে যাচ্ছেন খান সাহেব। ছবির নাম প্রেম রাতান ধান পায়ো। পয়লা অক্টোবর ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ছবিটির থিম সং প্রেম রাতান ধান পায়ো।
দীর্ঘদিন পর আবার দ্বৈত চরিত্রে সালমান খান। আর যে চলচ্চিত্র নিয়ে এবার মাতামাতি পুরো মুম্বাই পাড়ায় তার নাম প্রেম রাতান ধান পায়ো। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবার পরিচালক সুরাজ বারজাতিয়ার সঙ্গে জুটি বাধলেন সালমান। আর নায়িকা হিসেবে রয়েছেন সুন্দরী কাপুর কন্যা সোনাম। আরো রয়েছেন নীল নিতিন মুকেশ, সোয়ারা ভাস্কর ও আরমান কোহলি।
ছবিতে সালমানের করা দ্বৈত চরিত্রের একটি সাধাসিধে ও অন্যটি লড়াকু। এই ছবির জন্য ফেন্সিং ও বক্সিং শিখতে হয়েছে সালমানকে। তবে মূল খবর তা নয়। আসল খবর হলো এই চলচ্চিত্র নিয়ে এতো আলোচনার কারণ ছবির মূল গান বা থিম সং প্রেম রাতান ধান পায়ো। দীর্ঘ ১৩ মিনিটের এই গান দিয়ে নতুন রেকর্ড করতে যাচ্ছেন পরিচালক সুরাজ ও ছবির সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া। তবে ছবির মোট নয়টি গানই সমান দর্শকপ্রিয়তা পাবে বলে আশা পরিচালক ও কলাকুশলীদের।
প্রেম রাতান ধান পায়ো চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এটি দেখে ফেলেছেন ৫০ লাখের বেশি দর্শক। রাজশ্রী প্রোডাকশনের অফিসিয়াল পেইজ থেকে ট্রেইলারটি দেখা হয়েছে ২০ লাখ ৫০ হাজার বার।
পরিচালক ও নায়ক হিসেবে সুরাজ-সালমান জুটির প্রতিটি চলচ্চিত্রই জুটিয়ে নিয়েছে সুপারহিটের তকমা। তাই আলোচক সমালোচক সবাই মুখিয়ে আছেন ছবিটা সালমানের আগের ছবি থেকে কতটা সফল হয় তা দেখার জন্য।
নাচ,গান, অ্যাকশন আর পারিবারিক মেলোড্রামায় ভরপুর সালমানের এই ছবিটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ১২ নভেম্বর পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন