প্রেসক্লাবে সড়ক অবরোধ, হিন্দু জোটের বিক্ষোভ

সম্প্রতি মন্দির ও বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব জোটসহ কয়েকটি সংগঠন। এসময় দ্রুত ঘটনার বিচার ও দেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
শুক্রবার সকালে শতাধিক মানুষ মিছিল ও শ্লোগানের মাধ্যমে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময় এক পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। একই সাথে শ্লোগান দিয়ে এই ঘটনার নিন্দা জানায় তারা।
“জঙ্গিবাদের দুই গালে জুতা মারো তালে তালে’ ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও’ ‘মন্ত্রী ছায়েদুলের দুই গালে জুতা মারো তালে তালে’ ‘মন্দিরে হামলা সহ্য করা হবে না” বিক্ষোভ মিছিলে এমনটাই শ্লোগান ধরে প্রতিবাদকারীরা।
উল্লেখ, সম্প্রতি দেশের ত্রিশটিরও বেশি মন্দিরে ভাংচুর ও শতাধিক পরিবারে হামলা চালানো হয়। মুসলিম ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগেই হামলা হয় বলে কথিত রয়েছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাংসদ ও মন্ত্রী বিতর্কিত মন্তব্য করায় বিভিন্ন মহলে সমালোচনার শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন