প্রেসিডেন্সি জেলে পাঠানো হল অভিনেতা বিক্রমকে
মডেল সোনিকা সিংহ মৃত্যু মামলায় প্রেসিডেন্সি জেলে পাঠানো হল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে৷ তিনদিনের পুলিশি হেফাজতের শেষে সোমবার বিক্রমকে আলিপুর আদালতে পেশ করে টালিগঞ্জ থানার পুলিশ৷ আদালতে পুলিশ আর বিক্রমকে নিজেদের হেফাজতে নিতে চায়নি৷ বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বিক্রমের জামিনের আবেদন করলেও, সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বিক্রমকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করেন৷ বিচারক দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিক্রমকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷
গত বৃহস্পতিবার মধ্যরাতে কসবা এলাকা থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ৷ পরদিন আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷ এই তিনদিন ম্যারাথন জেরা করা হয় বিক্রমকে৷ জেরায় তিনি জোরে গাড়ি চালানোর কথা স্বীকার করেন নেন৷ পাশাপাশি দুর্ঘটনার রাতে কিছুসময়ের জন্য বিক্রম কোথায় ছিলেন সে ব্যাপারে কোনও তথ্য ছিল না পুলিশের কাছে৷ সেই বিষয়েও বিক্রম জানিয়েছেন যে, সোনিকা বেশ কিছুদিনের জন্য কলকাতার বাইরে চলে যাবে বলে কসবায় তাঁর বাড়ির সামনে গল্প করছিলেন বিক্রম৷
রবিবার ভোর রাতে গোটা ঘটনার পুনর্নিমাণ অর্থাৎ রিকনস্ট্রাকশনও করিয়েছে পুলিশ৷ তারপরেই পুলিশ মনে করছে প্রাথমিকভাবে এই ঘটনা সম্পর্কে যা তথ্য পাওয়ার তা মিলেছে৷ পরবর্তীতে প্রয়োজন হলে তাঁকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করা হবে৷ প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে বিক্রমের জামিনের মামলার শুনানি রয়েছে৷ আপাতত সেই দিকেই তাকিয়ে বিক্রম৷
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন