প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছে প্রোটিয়ারা।
অথচ সেই পিচে নেমেই ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষ রীতিমতো ফলোঅনের শঙ্কা নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ।
এর আগে দিনের শেষ সেশনের প্রথম ঘণ্টায় ৬ উইকেটে ৫৭৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। প্রোটিয়াদের ৫টি উইকেট দখল করেন তাইজুল ইসলাম। বাকি উইকেটটি পেয়েছেন নাহিদ রানা।
প্রোটিয়াাদের রান পাহাড়ের পর শুরুটা আশা জাগানিয়া হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে সাজঘরে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম।
রাবাদর লেংথ বল সাদমানের ব্যাট ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। শুরুতে অবশ্য প্রোটিয়াদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। সফরকারীরা নিশ্চিত ছিল বল ব্যাট স্পর্শ করেছে। রিভিউ নিয়েই সাফল্য পেয়েছে তারা।
সাদমানের পর দ্বিতীয় উইকেট পড়তেও সময় লাগেনি বাংলাদেশের। পঞ্চম ওভারে রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন জাকির হাসান। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে যান জাকির। বল ব্যাট ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নেন জাকির। যদিও লাভ হয়নি তাতে। জাকির বিদায় নেন ২ রানে।
ওপেনার সাদমান, জাকিরের পর বিদায় নিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ষষ্ঠ ওভারে ডেন প্যাটারসনের যথেষ্ট বাইরে করা ফুলার লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে দ্বিতীয় স্লিপে। জয় বিদায় নেন ১০ রানে। তাতে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
দ্রুত টপের তিন উইকেট হারানোর পর শেষ বিকালে নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি। দলের ৩২ রানে তার বিদায়ে বাংলাদেশ শেষ বিকালেই চতুর্থ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়েছে । কেশব মহারাজের ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হাসান মাহমুদ বোল্ড হয়েছেন।
দিনশেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুমিনুল ও শান্ত।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ ওভারে ৩৮/৪ (শান্ত ৪*, মুমিনুল ৬*; সাদমান ০, জাকির ২, জয় ১০, হাসান ৩)
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪.২ ওভারে ৫৭৭/৬ (মুথুসামি ৭০*, মুল্ডার ১০৫*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন