প্রোটিয়া পেসে বিধ্বস্ত নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। দুই দলই পেয়েছিল একটি করে জয়। তবে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি সফরকারী দক্ষিণ আফ্রিকা। ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১২ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ১৫৯ রানের বড় জয় দিয়ে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার চার পেসার কাগিসো রাবাদা, ওয়েন প্রানেল, আন্দিলে ফেলুয়াকো ও ডোয়াইন পিস্টোরিয়াসের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। প্রথম ২০ ওভারের মধ্যে ৫৮ রানেই ছয় উইকেট হারানোর পর প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল কিউইদের হার। আট নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলেছেন কলিন ডি গ্রান্ডহোম। শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন আর মাত্র তিনজন। অধিনায়ক কেইন উইলিয়ামসন (২৩), রস টেলর (১৮) ও জেমস নিশাম (১৩)।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ৫ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন পিস্টোরিয়াস। দুটি করে উইকেট গেছে রাবাদা, প্রানেল ও ফেলুয়াকোর ঝুলিতে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ৮৫, ওপেনার কুইন্টন ডি ককের ৬৮, ফাফ দু প্লেসির ৩৬ ও ওয়েন প্রানেলের ৩৫ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৭১ রান জমা করেছিল দক্ষিণ আফ্রিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন