‘প্রয়োজনে খালেদা ও তারেককে ঝেঁটিয়ে বিদায় করে বিএনপি পুনর্গঠন করতে হবে’
মাঝপথে নয়, সবাইকে একপথে এক সাথে রাজনীতি করার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা ও দলের প্রতিষ্ঠাতা মানলে বিএনপির মধ্য থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কুলাংগার অপশক্তিকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে। প্রয়োজনে সেটি যদি খালেদা জিয়া ও তারেকও হয়, তাদের বিদায় করে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে করে বিএনপিকে পুনর্গঠিত করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া এখন পাকিস্তানের সুরে কথা বলছেন। তিনি আইএসআইয়ের এজেন্ট হয়ে কাজ করছেন। ৪৫ বছর পর বাংলাদেশে আর কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি থাকতে পারে না। জাতি স্বাধীনতার পক্ষে অথবা বিপক্ষে থাকতে পারে না। কী সরকার কী বিরোধী দল কী রাজনৈতিক দল সবাইকে একসাথে একপথে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে। এর বাইরে এ দেশে আর কিছু হবে না।
তিনি বলেন, ঘাতকদের বিচার আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নেয়ার জন্য করছি না। আমরা এসবের বিচার করছি দেশে যে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা হয়েছিল তা থেকে বেরিয়ে আসার জন্য। তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তারা যেমন অপরাধী, তাদের পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতারাও ফৌজদারী কার্যবিধিতে তেমনই অপরাধী। সেজন্য আগুন সন্ত্রাসীদের নেতাদের নামেও মামলা হয়েছে সেগুলোর বিচার চলছে।
তিনি বলেন, পল্লী রেশিনিংয়ে ৮০০ কোটি টাকার যে ভুর্তকির প্রস্তাবনা দেয়া হয়েছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনির কারণেই করা হচ্ছে। সরকারের কাজই হচ্ছে এটি। অনেক সাংবাদিক এটাকে রাষ্ট্রের ক্ষতি দেখেন।
তিনি সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ লিখলে আমরা সংশোধন হবো। কারণ আপনারা সমাজের আয়না।
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে খাদ্য স্বয়ংসম্পন্ন হওয়ার বর্ণনা দিয়ে বলেন, আমরা যেকোনো মুহূর্তে এখন এক থেকে দেড় লাখ টন খাদ্য রপ্তানী করতে পারি।
এসময় তিনি রংপুরে একটি সাইলো ও একটি এসটিসি গোডাউন নির্মাণ এবং চাল ক্রয়নীতিতে পরিবর্তন আনারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগ সভাপতি শাফিউর রহমান, সেক্রেটারী তুষারকান্তি মন্ডল। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ অংশ নেন।
পরে খাদ্যমন্ত্রী অতিথিদের নিয়ে নতুন ভবনের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন