‘প্রয়োজনে যৌথ উদ্যোগে অর্থ ফিরিয়ে আনা হবে’
অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে ফিলিপাইনের সাথে যৌথ উদ্যোগে আইনি সহায়তার মাধ্যমে অর্থ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শুভঙ্কর সাহা বলেন, অর্থ চুরির বিষয়টি ফিলিপাইন ‘প্রসিড অব ক্রাইম’ হিসেবে বিবেচনা করছে। আর এর সুবিধাভোগী বাংলাদেশ। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত অর্থ আদায়ে কাজ করছেন। তাকে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস’র সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা হয়েছে। প্রয়োজনে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্সের মাধ্যমে কিছু করা গেলে তা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক নেবে। সব দিক খতিয়ে দেখতে টাকা ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন তা তা করা হবে।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৮০০ কোটি টাকা চুরি করা হয়। যা কিছু অংশ শ্রীলঙ্কা ও বাকিটা ফিলিপাইনে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশটির সিনেট ব্লু রিবন কমিটি রিজার্ভ চুরির বিষয়টি তদন্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন