প্লাস্টিক সার্জারি করে ৩০ বছর পুলিশের চোখে ধুলো, তবু হলো না শেষ রক্ষা

ব্রাজিলের মাদক সম্রাট লুইজ কার্লোস দা রোচা প্রায় ৩০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে সক্ষম হয়েছিল শুধু প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে। যার ডাকনাম ছিল ‘হোয়াইট হেড’। অবশেষে ‘অপারেশন স্পেকট্রাম’ নামে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাজিল পুলিশের এক বিবৃতিতে বলা হচ্ছে, দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য-সেটার নিয়ন্ত্রণকারী বা নেতা ছিলেন লুইজ কার্লোস দা রোচা। শনিবার তাকে গ্রেফতার করা হয়। সে এমনি একজন অপরাধী যে বুদ্ধিমত্তা এবং ছায়ার মধ্যে বসবাস করতো।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে জানা যায়, লুইজ কার্লোস দা রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেমন নিজের চেহারা বদল করেছেন তেমনি একাধিক নাম রয়েছে তার। সবশেষ ভিটর লুইজ নামে সে পরিচিতি ছিল। পুলিশ এখন নিশ্চিত করেছে এই দুই নাম একই ব্যক্তির।
ব্রাজিলের পুলিশ আরও জানায়, বলিভিয়া, পেরু, কলাম্বিয়াতে সে কোকেইন উৎপাদন করতো এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকাতে পাঠাতো। এ ছাড়া তার সংস্থার বিরুদ্ধে ভারী অস্ত্র তৈরিসহ নানা প্রকার সহিংসতার অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার ফলে লুইজ কার্লোস দা রোচাকে অন্তত ৫০ বছর জেলে কাটাতে হবে। প্রতি মাসে ৫ টনের মত কোকেন উৎপাদন করতো এ মাদক সম্রাটের নিয়ন্ত্রিত সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন