প্লিজ, আমার জন্য দোয়া করবেন : তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে হারানোর দুঃখ কখনো ভুলতে পারবে না বাংলাদেশ। বিশেষ করে তাসকিনের অ্যাকশন অবৈধ হওয়ার দুঃসংবাদ শেলের মতো বিঁধেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। তাসকিন নিজে অবশ্য শক্তই আছেন। পারিবারিক বন্ধুদের সঙ্গে মালদ্বীপ ভ্রমণ শেষে দেশে ফিরে তিনি জানিয়েছেন, অ্যাকশন শুধরে দ্রুতই ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।
বেড়াতে যাওয়ার আগে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া শুরু করেছিলেন তাসকিন। দেশে ফিরে একটা সুখবরও পেয়েছেন এই পেসার। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের জন্য তাঁকে নিয়েছে আবাহনীর মতো শক্তিশালী ও ঐতিহ্যবাহী দল। আবাহনীতে যোগ দিয়ে তাসকিনের একটু সুবিধাও হয়েছে। কারণ, তাঁর বাসা মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে আবাহনী ক্লাব বেশ কাছেই।
প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে তাসকিন রোমাঞ্চিত। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যেও তিনি অবিচল, ‘আমি এখন শুধু নিজের প্র্যাকটিস ও আসন্ন প্রিমিয়ার লিগের কথাই ভাবছি। পরবর্তী পরীক্ষা কবে দিতে হবে, তা বিসিবি আমাকে জানাবে। ইনশাআল্লাহ এই পরীক্ষার পর সবকিছু ঠিক হয়ে যাবে।’ বিসিবির পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুবুল আলম জানিয়েছেন, শিগগির বায়োমেকানিক্যাল পরীক্ষা হবে তাসকিনের। প্রিয় শিষ্যের সাফল্যের ব্যাপারেও তিনি দারুণ আশাবাদী।
গত ১৯ মার্চ আইসিসি তাসকিনের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণার পর সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ব ক্রিকেটাঙ্গনে। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পর্যন্ত করেছিল বাংলাদেশের বহু মানুষ। দেশের মানুষের এমন ভালোবাসায় তাসকিন আবেগাপ্লুত। স্বদেশবাসীর কাছে এই প্রতিভাবান পেসারের আবেদন, ‘দুঃসময়ে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, নিজের দেশের হয়ে শিগগির বল করতে পারব। প্লিজ, আমার জন্য দোয়া করবেন আপনারা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন