‘প্লিজ, ব্যক্তিগত নিয়ে টানাহেঁচড়া করবেন না’

কাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক ভেঙে গেছে কদিন আগেই। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে কাটরিনাকে নিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক সংবাদ প্রকাশ করছে ভারত তথা বিশ্ব মিডিয়া। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে এখন সাবেক প্রেমিক ও অভিনেতা সালমানের সঙ্গে আবার সম্পর্ক গড়তে চাচ্ছেন কাটরিনা- এমন গুঞ্জনই এখন ভেসে বেড়াচ্ছে চারদিকে। এদিকে মিডিয়ায় কোনো ধরনের কাজই এখন করছেন না তিনি।
সব মিলিয়ে মন খারাপ হওয়ার পাশাপাশি মিডিয়ার প্রতি পুরোপুরি বিরক্তও তিনি। এমনকি ব্যক্তিগত বিষয় নিয়ে আর কখনও কোনো কথা মিডিয়ার সঙ্গে বলবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন কাটরিনা। এ বিষয়ে তিনি বলেন, তারকাদের সম্পর্ক ভাঙনে খবর প্রকাশ হবে এটা সত্যি। কিন্তু নিজের মনগড়া গল্প লিখলে তো হবে না।
আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে তারা এর সুযোগ নেবে। গত এক মাসে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে যে ধরনের সংবাদ প্রকাশ পেয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। প্লিজ, ব্যক্তিগত বিষয় নিয়ে টানাহেঁচড়া করবেন না। আর আমি আজ থেকে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনও কথা বলবো না মিডিয়ার সঙ্গে। এটা আমার পাকাপাকি সিদ্ধান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন