প্লে-অফ ম্যাচের টিকিটের দাম বেড়েছে প্রায় তিনগুণ
শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। গতকাল শেষ হয়েছে লিগ পর্বের খেলা। আর আগামীকাল থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। আর এই প্লে-অফ পর্বের টিকেটের দাম বাড়ানো হয়েছে প্রায় তিনগুণ।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সাউদার্ন স্ট্যান্ড ও নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা।
প্লে-অফ পর্বে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এর দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। মঙ্গলবারের ম্যাচের টিকিটের দাম বাড়ানো হলেও বুধবারের ম্যাচের টিকিটের জন্য আগের দামই বহাল রাখা হয়েছে। তবে, ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ানো হবে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন