প্ল্যান ‘বি’তে সফল রংপুর রাইডার্স

লক্ষ্য দিয়েছিল ১৭৬ রান। আর তার ভালোই জবাব দিচ্ছিল বরিশাল বুলস। নাদিফ চৌধুরী ও জীবন মেন্ডিস যখন খেলছিলেন তখন ম্যাচটা তাদের দিকেই ঝুঁকে ছিল। সে সময় হঠাৎই ঘুরে দাঁড়ায় রংপুর রাইডার্স। দারুণ বোলিং করে ম্যাচ জিতে নেয় তারা ১২ রানে। তবে এ সফলতা প্ল্যান টু’তেই পেয়েছেন বলে জানিয়েছেন দলের অধিনায়ক নাঈম ইসলাম।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘আমরা জানি ওদের শক্তিমত্তা কোথায়, আমরা ওদের নিয়ে গেমপ্ল্যান করেছি ওদের নিয়ে কাজ করেছি। ওরা কোথায় ভালো খেলে কী করে। যে করেই হোক ওইটা হয়ে গেছে। আমাদের সবসময় প্ল্যান ‘এ’ ও প্ল্যান ‘বি’ থাকে। আমরা বলছি এখন আমাদের প্ল্যান ওয়ান কাজ করছে না তাই প্ল্যান ‘বি’ এ জেতে হবে। আর তাতেই সফল হয়েছি।’
এদিন বরিশালের ইনিংসের ১৪তম ওভারে তিনটি ছয় মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন নাদিফ চৌধুরী। তবে নিয়ে চিন্তিত ছিলেন না নাঈম। দলের বোলারদের উপর আস্থা ছিল তার, ‘টি-টোয়েন্টি ম্যাচে এ রকম একটা দুইটা ওভার হবেই। তবে সবচেয়ে বড় কথা ওইসময় আমরা প্যানিক হয় নাই। আমরা চিন্তা করেছি ওরা একটা ওভার ভালো খেলেছে, তারপরেও আমাদের ভালো সুযোগ আছে। ওই ওভারটা আমাদের বিরুদ্ধে গেছে। তবে আমাদের যে বোলাদের উপর আস্থা ছিল ওরা আমাদের খেলায় ফেরাতে পারবে।’
এদিন দুইটি সহজ ক্যাচ মিস করেছে রংপুরের ক্রিকেটাররা। এ ক্যাচ মিস না হলে আরো সহজ জয় পেতেন মনে করছেন নাঈম, ‘দুইটা ক্যাচ মিস না হলে আমার মনে হয় আমরা ১৩ রানে জিতেছি তখন আরো সহজভাবে জিততে পারতাম। একপেশে ম্যাচ হতো। তবে ক্যাচ মিস খেলার অংশ। তবে গুরুত্বপূর্ণ হলো এটা টি-টোয়েন্টি ম্যাচে একটা ক্যাচ পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। এটা আমাদের ভুল ছিল আমরা ক্যাচ মিস করেছি। আমরা এ ভুল থেকে শিখবো পরের ম্যাচে যেন এমন ভুল না করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন