শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফখরুলের আরো ৩০ মামলা বিচার শুরুর অপেক্ষায়

রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার। এ নিয়ে চারটি মামলায় বিচার শুরু হয়েছে বিএনপির শীর্ষ এই নেতার।

সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দায়ের করা আরো ৩০টি মামলার বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে বলে আইনজীবী সূত্রে জানা গেছে। এর মধ্যে হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলাও রয়েছে।

বিএনপির আইনজীবীরা দাবি করে আসছেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্যই ফখরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আর মিথ্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অপরদিকে রাষ্ট্রপক্ষের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ গঠন করা হয়েছে। আর সুনির্দিষ্ট অভিযোগেই তার বিরুদ্ধে মামলাসমূহ করেছে পুলিশ।

অপরদিকে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাসমূহ দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০ মামলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে ও ৩০টি মামলা অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে। বাকি মামলাগুলো তদন্তাধীন।

তিনি আরো বলেন, বিচার শুরুর অপেক্ষায় থাকা ৩০ মামলার মধ্যে রয়েছে- পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, শেরেবাংলা, কদমতলী ও রমনা থানায় দায়ের করা মামলা। এদের মধ্যে হত্যা, নাশকতা ও বিস্ফোরক মামলাও রয়েছে।

সর্বশেষ মঙ্গলবার ২০১২ সালে পল্টন থানার নাশকতার একটি মামলায় ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের ফলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ২০১২ সালের ৬ ডিসেম্বর এক জনসভায় তার দেয়া এক ভাষণের ভিত্তিতে ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল মোড়ে আসামিরা গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের