ফখরুলের দীর্ঘায়ু জীবন কামনা হাছান মাহমুদের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভারপ্রাপ্ত’ মুক্ত হওয়া ও তার দীর্ঘায়ু জীবন কামনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্য অস্থায়ী। বেগম জিয়া অস্থায়ী সদস্যদের নিয়ে মিটিং করবেন। আমরা আশা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্থায়ী সদস্যদের মিটিংয়ে ভারমুক্ত হবেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি- তিনি যেন দীর্ঘায়ু হন।’
তিনি আরও বলেন, ‘অস্থায়ী সদস্যদের মিটিং থেকে উনারা সিদ্ধান্ত নেবেন- সামনের ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নেবেন, পাশাপাশি বোমাবাজি ও নাশকতার পথ পরিহার করে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করবেন। তাহলে বিএনপি শক্তিশালী হবে। বিএনপির রাজনীতির পথ সুগম হবে।’
প্রাক্তন এ মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন পিছিয়ে যাচ্ছে। তার (খালেদা জিয়া) বাড়ির আঙিনায় এই কারণে আওয়ামী লীগের সমাবেশ হয় এবং তার ভাতিজা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহের বলেছেন- আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে কবর দিয়েছেন? আসলে বিএনপিই গণতন্ত্রকে করর দিতে চেয়েছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন