ফখরুলের শোক
হবিগঞ্জ জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল হুসাইন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমে পাঠানো শনিবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল মরহুম শফিকুল হুসাইন চৌধুরী হবিগঞ্জ জেলা বিএনপিকে দৃঢ় ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ৭১ এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। হবিগঞ্জ জেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি যে অবদান রেখে গেছেন তা কোনদিনই দলের নেতাকর্মীরা ভুলে যাবে না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর আস্থা এবং তার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মরহুম শফিকুল হুসাইন চৌধুরীর সাহসী ভূমিকা দলের নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
মরহুম শফিকুল হুসাইন চৌধুরী এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির মহাসচিব শোকবিহব্বল পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভুতি জানান।
শনিবার রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন