সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফটিকছড়িতে আ.লীগের সম্মেলন নিয়ে নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ এক যুগ পর আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। কোরবানির ঈদের আমেজ কাটতে না কাটতে নেতাকর্মীরা পুরোদমে লবিং-গ্রুপিংয়ে তৎপর হয়ে উঠেছে।

নেতাকর্মীরা অনেকেই এখন কাক্সিক্ষত পদ পেতে সিনিয়র নেতাকর্মীদের ড্রয়িং রুমে রীতিমত ধর্ণা দিয়ে চলেছেন। তাছাড়া দুই পদের সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলরদের কাছে ধর্ণা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ভোট কামনা করে সাধারণ সম্পাদক প্রার্থীদের নামে এলাকায় রঙ-বেরঙের পোস্টার ও ব্যানার সাঁটানো হয়েছে। সব মিলিয়ে উপজেলায় আওয়ামী লীগের দলীয় পরিমন্ডলে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তবে অতীতের বিভিন্ন দিক বিবেচনায় নেতাকর্মীদের কারো কারো মধ্যে গণতান্ত্রিক উপায় না মেনে কমিটি চাপিয়ে দেয়া হতে পারে এমন শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে তারা এমন কমিটি চায় না। নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি করে এলাকায় দলকে শক্তিশালী করতে চায় তারা।

অনেক কাউন্সিলর (ভোটারা) দলের জেলা নেতৃবৃন্দের কাছে এমনটি প্রত্যাশা করেন। যদিও এটি ত্রি-বার্ষিক সম্মেলন হিসেবে উল্লেখ করা হচ্ছে, কিন্ত সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ২৪ মার্চ।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তপুর ইউপি চেয়ারম্যান এস এম সোলায়মান জানান, সম্মেলনকে সামনে রেখে ইতোপূর্বে আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামকে আহবায়ক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সম্পাদককে সদস্য করে পাঁচ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

১ অক্টোবর সকাল ১০টায় উপজেলা সদরের জে ইউ পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ও রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন বলে এস এম সোলায়মান জানান।

এছাড়া আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি প্রধান অতিথি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান বক্তা এবং চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এটিএম পেয়ারুল ইসলাম জানিয়েছেন। তিনি সুন্দর একটি সম্মেলন উপহার দেবার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান।

এদিকে সম্মেলনকে সামনে রেখে ফটিকছড়ির মোট ১৭টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা থেকে ৩৯৯ জন কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ জন কাউন্সিলরসহ মোট ৪১৪ জন কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর মধ্যে ইউনিয়নের কাউন্সিলর ইতোমধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী জানান।

এদিকে সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুই পদের জন্য মূলত জোর লবিং-গ্রুপিং অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। সভাপতি পদে বুধবার পর্যন্ত মোট পাঁচজনের নাম নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে।

তারা হলেন- বর্তমান সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, বর্তমান কমিটিসহ গত দুইবারের সাধারণ সম্পাদক বক্তপুর ইউপি চেয়ারম্যান এস এম সোলায়মান, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ফসিউদদৌলা, জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুল হক ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মাহমুদ হাসান।

তবে ড. মাহামুদ হাসানের ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী বলেন ড. হাসান যেহেতু গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন- সেহেতু তিনি গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারে আছেন, কাজেই তিনি প্রার্থী হতে পারবেন না।

এ ব্যাপারে ড. হাসানের বক্তব্য চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি উপজেলা এবং জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে এখনো বহাল আছি এবং কিছুদিন আগে সম্পন্ন হওয়া নানুপুর ইউপি আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবে ভোটও দিয়েছি। কাজেই আমি বহিষ্কার হলে ভোট দিলাম কিভাবে?

তিনি ১/১১র সময় থেকে ভুজপুর তা-ব পর্যন্ত দলের সকল দুর্দিনে তিনি দলের সাথে ছিল উল্লেখ করে আসন্ন কাউন্সিলে দলের সভাপতি প্রার্থী হবেন বলে এ প্রতিবেদককে জানান।

অপর দিকে সাধারণ সম্পাদক পদে আশির দশকের ছাত্র নেতা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মো. আবু তৈয়ব, একই সময়ের ছাত্রনেতা বর্তমান জেলা আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য নাজিম উদ্দিন মুহুরী, তৎকালীন একাধিকবার কারা নির্যাতিত ছাত্রনেতা হারুয়ালছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান হাসান সরোয়ার আজম চৌধুরী ও সাবেক ছাত্রনেতা তসলিম বিন জহুর প্রার্থী হবেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ