ফতুল্লায় নাসির-ঝড়

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন নাসির হোসেন।
সুপার লিগের চতুর্থ রাউন্ডে আজ ফতুল্লায় ভিক্টোরিয়ার বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা নাসির।
নাসিরের ঝোড়ো ফিফটির পাশাপাশি এদিন দারুণ এক সেঞ্চুরি করেছেন রকিবুল হাসান। ৯৬ বলে ১০টি চারের সাহায্যে ঠিক ১০০ রান করেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
এ ছাড়া ভারতীয় ব্যাটসম্যান শচীন বেবি করেন ৬৪ রান। এই তিনজনের ব্যাটে চড়ে ভিক্টোরিয়াকে ৩৩৪ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে দোলেশ্বর।
পাঁচে নামা নাসির ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন।
সুপার লিগে আগের ম্যাচেও ফিফটি (৪০ বলে ৫২*) করেছিলেন নাসির। এবারের ঢাকা লিগে নিয়মিতই হাসছে তার ব্যাট। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ৫২৮ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন