ফতুল্লায় ভারতের বিপুল শর্মার ঝোড়ো সেঞ্চুরি
দারুণ ব্যাটিং করে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহামেডানের হয়ে খেলতে আসা ভারতের ক্রিকেটার বিপুল শর্মা। মাত্র ৮৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেয়েছেন বিপুল শর্মা। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা বিপুল শর্মার প্রথম সেঞ্চুরি।
ফতুল্লায় মাশরাফির দলের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে মোহামেডান। ৬৯ রান তুলতে ৩ উইকেট হারায় তারা। মুশফিকুর রহিম মাঠে থাকা অবস্থায় ব্যাটিংয়ে নামেন বিপুল শর্মা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানকে। ১৭১ রানের জুটি গড়েন তারা।
মুশফিকুর রহিম ও বিপুল শর্মা দারুণ ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন। মুশফিক বল টু বল খেললেও বাঁহাতি বিপুল শর্মা আগ্রাসন দেখান। ৬২ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর পরবর্তী ২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বিপুল শর্মা।
দেওয়ান সাব্বিরের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পাওয়ার পরের বলেই বোল্ড হন বিপুল শর্মা।
প্রসঙ্গত, এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন বিপুল শর্মা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন