ফতুল্লায় মাশরাফির তাণ্ডব

মাশরাফি বিন মর্তুজার প্রিয় ভেন্যুই হয়তো ফতুল্লা। তা না হলে এখানেই কেন সব কীর্তি গড়বেন! প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ৫০ বলে রেকর্ড সেঞ্চুরির পর এবার লিগের নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে বল হাতে ৬ উইকেট তুলে ফতুল্লায় আরেক কীর্তি দেখালেন ‘নড়াইল এক্সপ্রেস’।
৬ উইকেট তুলে দেশি বোলারদের মধ্যে এবারের লিগে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এ পেসার।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ ওভারে ৪২ রান দিয়ে ৬ ব্যাটসম্যানকে ফেরান কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক। মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ৪৯ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় রুপগঞ্জ।
ইনিংসের ২১তম ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি। নিজের প্রথম ওভারেই সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে (৩১) ফিরিয়ে প্রথম উইকেটের স্বাদ নেন মাশরাফি। নিজের চতুর্থ ওভারে ফেরান মোশাররফ হোসেন রুবেলকে।
ইনিংসের ৪৪ ও ৪৯তম ওভারে দুটি করে উইকেট শিকার করেন মাশরাফি। এর মধ্যে ৪৪তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাজ্জাদুল হক ও নাহিদুল ইসলামকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ম্যাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগেও একবার ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। সেবার ২৬ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন