ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ীঘর ভাংচুর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি এস ডাঙ্গী গ্রামের হেলীপ্যাড এলাকার মৃত চান খার পুত্র আইয়ূব খানের বতসবাড়ী ভাংচুর ও ভিটের উপর প্রায় একশো মেহগনী গাছের বাগান নীধন করেছে সংখ্যালঘু প্রতিপক্ষরা। প্রতিপক্ষ প্রতিবেশী গোবিন্দ সরকার (৩৮), অমৃত সরকার (৩১), বাসনা সরকার (৩০) ও অঞ্জনা সরকার (২৫) জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উক্ত বসতবাড়ীর উপর হামলা করে বাড়ীঘর ভাংচুর করা সহ মেহগণি গাছের বাগান কেটে তছনছ করে রেখে যায়।
এ সময় হামলাকারীদের লাঠীর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহকর্ত্রী শেফালী আক্তার (৪০) ও তার মেয়ে লীমা আক্তার (২২) আহত হয়ে চরভদ্রাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে স্থানীয় একটি মহল মিমাংষার কথা বলে মামলা রুজু হতে দেন নাই বলে জানা যায়। ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, “স্থানীয় একটি মাতুব্বর গোষ্ঠী আপোষ-মিমাংষার অজুহাত দিয়ে কালক্ষেপন করছেন, আমরা থানায় মামলা করতে না পারলে পরে কোর্টের শখরনাপন্ন হব”।
জানা যায়, বিরোধীয় জমির পরিচয় হলো- ১৬৪ নং চরভদ্রাসন মৌজার যাহা দিয়ারা ১১ নং চরভদ্রাসনের পিএস ৬৮০ নং খতিয়ান, এস এ ৮৪০ নং খতিয়ান ও দিয়ারা জরীপে ৯৭৫ নং খতিয়ানের ৭২২১ ও ৭২২২ নং দাগের অন্তর্ভূক্ত ৩০ শতাংশ জমি। ক্ষতিগ্রস্থ পরিবার ১৯৯২ সালে প্রতিপক্ষর গোবিন্দ সরকারের ভাতিজা গোপাল সরকার গং এর কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ কাল ধরে ভোগ দখলে আছেন। কিন্তু ২০১২ ইং সালের ২৯ মার্চ এবং ২০১৩ সালের ১২ মার্চ প্রতিপক্ষ গোবিন্দ সরকারের মা কুসুম বালা (৭৫) উপজেলা নির্বাহী অফিসারের কাছে উক্ত বসতভিটের জমির মালিকানা দাবী করে দুই দফায় আবেদন করেন। এ আবেদনের তদন্ত করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বক্কর ছিদ্দীক। দুটি তদন্তেই প্রতিপক্ষ গোবিন্দ সরকারের কোনো স্বত্ত্ব নাই বলে উক্ত ভূমি কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।
ফলে প্রতিপক্ষরা আইনগত আশ্রয় না পেয়ে এলাকার একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কর্তনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। তবে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষ গোবিন্দ সরকারকে জিজ্ঞেস করলে সে জানায়, “এস এ ও পি এস জরীপে আমাদের উক্ত ভিটের জমি না থকেলেও দিয়ারা রেকর্ডে আমাদের স্বত্ত্ব রয়েছে”।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন