ফরিদপুরে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৩০ ছাত্রী

গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অন্তত ৩০ ছাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। এর আগে, সোমবার ও মঙ্গলবার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের ৭৫ শিক্ষার্থী দুই দফায় একই রোগে আক্রান্ত হন।
স্কুলের সহকারী শিক্ষক সুমন শেখ জানান, অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও অনেকে এবং কেউ কেউ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্কুলের সহকারী শিক্ষক যমুনা সাহা জানান, আক্রান্তরা মাথায় ব্যাথা ও বমি বমিভাবের কথা বলে চিৎকার করতে থাকে। এ সময় কেউ কেউ জ্ঞান হারায়। এভাবে প্রায় ৩০ ছাত্রী আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর জানান, সুচিকিৎসা নিশ্চিত করতে নজর রাখা হচ্ছে। রোগের কারণ নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস সুভ জানান, গণমনস্তাত্ত্বিক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন