ফরিদপুরে প্রাইভেটকারসহ ছিনতাইকারী আটক
ছিনতাই হওয়ার আধা ঘণ্টার মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে প্রাইভেটকারসহ (টয়োটা অ্যালিয়ন) একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
আটক ছিনতাইকারীর নাম মো. আলী আশরাফ নান্নু (২৮)। সে মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, গতকাল রাতে চার দুর্বৃত্ত ঢাকা থেকে মধুখালী যাওয়ার কথা বলে রাজধানীর উত্তরা থেকে প্রাইভেটকারটি ভাড়া নেয়। তারা ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর কয়েক কিলোমিটার আগে পরীক্ষিতপুর এলাকায় নির্জন স্থানে পৌঁছালে গাড়ির চালক জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে। রাত সাড়ে ৯টার দিকে চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে মাগুরার দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
প্রাইভেটকারের চালক জসিম উদ্দিন তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। পরে ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বাধীন পুলিশ বাগাট এলাকায় ধাওয়া করে প্রাইভেটকারটি উদ্ধার করে। এ সময় আন্তজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য আলী আশরাফ নান্নুকে একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।
ওসি জানান, অভিযানকালে ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়। তিনি আরো বলেন, আটক নান্নুর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় গাড়ি চুরির অভিযোগে একাধিক মামলা আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন