ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত দুই আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছলিলদিয়া নামক স্থানে মাওয়া থেকে ভাঙ্গাগামী একটি লোকাল যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন , ভাঙ্গা পৌরসদরের হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজীর ছেলে এসকেন্দার ফরাজি (৪৮),সে পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রী এবং উপজেলার পাথরাইল গ্রামের মোহন মিয়ার পুত্র আল-জাবেদ (০৯মাস) । এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহততের মধ্যে ২ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে মাওয়া থেকে যাত্রী বোঝাই করে বাসটি ভাঙ্গা যাওয়ার পথে দুর্ঘটনা স্থলে পৌঁছে এটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার ডান দিকে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী এসকেন্দার বাসের সামনের অংশের নিচে চাপা পড়ে। অপর দিকে শিশু আল-জাবেদ বাসের সীটের নিচে পড়ে থেতলে যায়। খরব পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে বাসের নীচ থেকে লাশ ২ টি উদ্বার করে এবং আহত যাত্রীদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠায়। সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাজী ফয়সাল, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্বার কাজ তদারকি করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সোয়া বারোটার দিকে মাওয়াঘাট থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাস (ফরিদপুর-ব-১২২) ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

জেনেভা ক্যাম্পে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন