শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফরিদপুর হাসপাতালে ধর্ষনের শিকার কিশোরী, তাও রোগী দেখতে এসে !

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি থাকা জনৈক রোগীকে দেখতে এসে হাসপাতালের নতুন ভবনের ৭ম তলায় ১৬ বছরের এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। বর্তমানে উক্ত কিশোরীটি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। ঘটনাটি জানাজানি হবার পর হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি নিয়ে ‘রহস্যজনক’ আচরন করছে।

এ ঘটনায় থানায় এখনো কোন মামলা না হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ধর্ষনের শিকার হওয়া কিশোরীটির সাথে কথা বলেছেন। যদিও কিশোরীটির সাথে গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে দেয়নি হাসপাতাল কতৃপক্ষ। জানা গেছে, শহরতলীর গেরদা ইউনিয়নের সুকুর শেখের মেয়ে নিশি সম্প্রতি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬ষ্ঠ তলার ১১নং বেডে অসুস্থ্যতার কারনে ভর্তি হন। নিশি যে বাসায় থাকতো সে বাসার কাজের মেয়ে পপি (ছদ্বনাম) শনিবার বিকেলে হাসপাতালে আসে নিশিকে দেখতে। এসময় পপি ভুলক্রমে ৭ম তলায় গেলে আগে থেকে পিছু নেয়া তিন যুবক তাকে জোরপূর্বক একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে।

পরে উক্ত কিশোরীকে তারা ছেড়ে দেয়। পরে কিশোরীটি সব ঘটনা খুলে বলে নিশিকে। অবস্থা খারাপ থাকায় তাকে রাত সাড়ে ৮টার দিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। নিশি জানান, সে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে এসেই ধর্ষনের শিকার হলো মেয়েটি। সে জানায়, পপি তাকে সব ঘটনা খুলে বলেছে। তাকে তিনটি ছেলে জোরপূর্বক ধরে নিয়ে খারাপ কাজ করেছে বলে জানায়। নিশি আরো জানায়, মেয়েটির বাড়ী বগুড়ায়। তার বাবা-মা গ্রামের বাড়ীতে থাকে।

তারা এ ঘটনা জানে না। যে বাড়ীতে কাজের মেয়ে হিসাবে থাকতো তারা এ বিষয়ে কি করছে তা জানিনা। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলের শাস্তি আমি চাই। স্থানীয়রা জানান, মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একটি ‘দালাল’ চক্র রয়েছে। তারাই মূলত এ ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে। ধর্ষনের এ ঘটনার সাথে এ্যাম্বুলেন্সর এক হেলপার ও দুই দালাল জড়িত বলে তারা জানান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওয়ার্ড ইনচার্জ মোঃ কাউসার সময়ের কণ্ঠস্বরকে বলেন, রাত সাড়ে আটটার দিকে কিশোরীটিকে এখানে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভালো।

কিশোরীটির সাথে কথা বলার জন্য বলা হলে ওয়ার্ড ইনচার্জ গেটে লাগানো ‘ কোন প্রকার ছবি তোলা ও সাংবাদিকদের প্রবেশ নিষেধ’ লেখাটি দেখিয়ে ভেতরে ঢুকতে বাঁধা দেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক আবুল কালাম আজাদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছিল। তারা ঘটনাটি সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছেন। কিশোরীটি ধর্ষনের শিকার হয়েছে কিনা তা ফরেনসিক রিপোর্ট পাবার পরই জানা যাবে। এর আগে কিছুই বলা যাবেনা। ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির বলেন, কিশোরীটির কিছু মেডিকেল টেষ্ট করানো হয়েছে। আরো কিছু টেষ্ট বাকি রয়েছে।

আগামী মঙ্গলবার নাগাদ রিপোর্ট পাওয়া যাবে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে। কেউ এখনো অভিযোগ করেনি। হাসপাতাল কতৃপক্ষ কিংবা মেয়েটির তরফ থেকে কেউ অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন