ফলাফল বাতিলের আবেদন করলেন ওমর সানি
 
            
			বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৭’র ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন সভাপতি পদপ্রার্থী ওমর সানী। আজ রোববার (৭ মে) লিখিত ভাবে তিনি এই আপিল করেন।
সানীর করা আবেদনে তিনি তুলে ধরেছেন, এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ওমর সানী। তার কাছে মনে হয়েছে যে, নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয়নি। সুতরাং ভোটগুলো আবার গণনা করার দাবি জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বোর্ডের কাছে আপিল করেন তিনি।
অভিযোগে সানী আরও উল্লেখ করেন, সমিতির সভাপতি শাকিব খান তার পদাধিকার বলে ভোট গননার সময় উপস্থিত থাকতে পারেন কিন্তু নির্বাচন কমিশন তাকে জোর করে বের করে দেয় এটা মোটেও কাম্য ছিল না। একটি পক্ষ নিজ স্বার্থে নির্বাচন বোর্ডকে প্রভাবিত করেছে। এমতাবস্থায় এই রকম অসঙ্গতিপূর্ণ ফলাফলে সম্পূর্ণ কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে বলে এই ফলাফল বাতিল তথা নির্বাচন বাতিল করার আবেদন করছি।
এদিকে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, এই নির্বাচনের পুনরায় ভোট গণনা করা হবে। আগামী ৯ মে ফলাফল পুনরায় ঘোষণা করা হতে পারে।
প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়ে মিশা সওদাগরের কাছে হেরে যান ওমর সানী। মিশা পান ২৫৯ ভোট। আর ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
 
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
 
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













