ফাঁসানোর মত সিডিউল নেই

টিভি পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটকের পাশাপাশি ইদানীং বড় পর্দাতেও ব্যস্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে তার অভিনীত ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মেইল’, ‘ব্ল্যাকমানি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে।
ছবিগুলো ব্যবসায়িকভাবে সাফল্য এনে দিতে না পারলেও এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে বোদ্ধামহলে। তাই আজকাল নাটকের পাশাপাশি চলচ্চিত্রে ডাক পড়ছে তার। হাতে রয়েছে একাধিক ছবি।
পাশাপাশি রয়েছে ঈদ উপলক্ষে নির্মিত নাটকের ব্যস্ততাও। নাটক না চলচ্চিত্র কোনটাতে বেশি সময় দিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, ‘দুই মাধ্যমেই সময় দেয়ার চেষ্টা করছি। কোনোটিই আমার কাছে কম গুরুত্বপূর্ণ নয়।’
ঈদের নাটক নিয়ে বর্তমানে ব্যস্ততা বেশি। ছবির শুটিংয়ের সিডিউল ফাঁসাচ্ছেন না তো? এমন প্রশ্নে তিনি বলেন, ‘চলচ্চিত্রের সিডিউল ফাঁসাব এমন সিডিউল দেয়া নেই। আর থাকলেও ফাঁসাতাম না। কাজের ক্ষেত্রে কোনো অবহেলা নেই আমার মধ্যে।’
ফেসবুকে লিখেছেন সারা রাত শুটিংয়ে সময় দিতেও আপনি প্রস্তুত। এ ক্ষেত্রে সমস্যা হবে না জানতে চাইলে মৌসুমী বলেন, ‘গল্পের প্রয়োজনে সারা রাত শুটিং করতেও ইচ্ছুক বলে জানিয়েছি। তবে এ ক্ষেত্রে ঘুমের সমস্যা ছাড়া আর কোনো সমস্যা হবে না।’
তবে নাটকে ব্যস্ত থাকলেও মন পড়ে আছে তার সিনেমার দিকেই। ঈদের পর নতুন সিনেমায় কাজ শুরু করার কথাও জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন