ফাঁসির মঞ্চে চিত্রনায়ক নিরব!

এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সুনসান নীরবতা। কয়েক পা এগিয়ে চোখে পড়লো ফাঁসির মঞ্চ।
মঞ্চে কয়েদির পোশাকে দাঁড়িয়ে আছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক নিরব।
তার সামনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন জেল পুলিশ। চোখে পড়লো ম্যাজিস্ট্রেট, জেলার আর জল্লাদদের। সবার মধ্যেই উৎকণ্ঠা।
খোঁজ নিয়ে জানা গেল, রাত ১২টা বাজলেই নিরবের ফাঁসি! তিনি খুন এবং ধর্ষণের মামলায় ফেঁসে গেছেন! তাই তার ফাঁসি দেয়া হবে!
এটি রফিক সিকদারের পরিচালিত ‘হৃদয় জুড়ে’ ছবির দৃশ্য। এতে নায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনয় করছেন।
পরিচালক জানান, ‘গল্পের প্রয়োজনে এমন দৃশ্যের আয়োজন করা হয়েছে। বাকিটা চমক হিসেবে রাখতে চাই।’
এরই মধ্যে ফাঁসির মঞ্চ থেকে নেমে আসলেন নিরব। কথা হলো তার সঙ্গে। তিনি বলেন, ‘এই প্রথমবার ফাঁসির মঞ্চে উঠলাম।
ছবির জন্য হলেও চরিত্রটি মনের মধ্যে এমনভাবে ধারণ করেছি যে, নিজেকে ফাঁসির আসামিই মনে হচ্ছিল!’
‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। গত কাল মঙ্গলবার (৭ মার্চ) থেকে ছবির শুটিং শুরু হয়েছে। চলবে পুরো মার্চ।
ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতার প্রিয়াঙ্কা সরকার এখন ঢাকাতেই রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন