ফাইনালের টিকিট পেতে মরিয়া পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে এক পর্যায়ে হারতে বসেছিল পাকিস্তান। কিন্তু সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের ধৈর্য্যশীল ব্যাটিং ও শ্রীলঙ্কার ফিল্ডারদের ‘ক্যাচ মিসে’ শেষমেশ তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের মাধ্যমেই সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
সেমিফাইনাল পর্যন্ত এসেই থেমে থাকতে চাই না তারা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাই পাকিস্তান। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে বার্মিংহামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এরপর কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে তারা।
পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে কার্ডিফে। প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল তিনটায় স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। তাই আজকের ম্যাচে জয় পেয়ে লন্ডনের টিকিট পেতে চাই পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার বলেছেন, ‘আমাদের হারানোর কিছু নেই। কিন্তু আমরা সবসময় বলেছি যে, আমরা এখানে জিততে এসেছি। আমরা সেমিফাইনালে উঠেছি। আমরা এখানে সেরা খেলাটা খেলতে চাই এবং ম্যাচটিতে জয় পেতে চাই। আমরা লন্ডন যেতে চাই। আমরা সবসময় এটি বলে এসেছি। টুর্নামেন্টের শুরু থেকে এটিই আমাদের মন্ত্র’।
তিনি আরও বলেন, ‘আমরা লন্ডনে যায়নি। বার্মিংহামে ছিলাম। সেখান থেকে কার্ডিফে এসেছি। আমরা লন্ডনে শেষ করতে চাই। আমরা এখানে শুধু খেলার জন্য খেলতে আসিনি। ইতোমধ্যে সেটি দেখিয়েছি। এখন আমাদের আরেক ধাপ এগিয়ে যেতে যাওয়ার পালা। আমরা এখনই তুষ্ট হচ্ছি না’।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন