ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে মুম্বাই-পুনে, কি বলে দু-দলের পরিসংখ্যান?
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরে কোয়ালিফায়ার-১ ম্যাচের আগে বেড়েই চলেছে দু-দলের মধ্যে উত্তেজনার পারদ। মান্ডবীর তীরে মহারাষ্ট্র ডার্বি ঘিরে সেজে উঠছে ওয়াংখেড়ে। পুণে-মুম্বাই দুই প্রতিপক্ষের ম্যাচের আগে বাণিজ্য নগরী হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। আজ রাতেই মুখোমুখি হবে স্টিভ স্মিথ-রোহিত শর্মার দল। তার আগে দেখে নেওয়া যাক দুই শিবিরের কী অবস্থা।
গ্রুপ লীগের দুটি ম্যাচেই স্মিথের নেতৃত্বাধীন রাইজিং পুণে সুপারজায়েন্টের কাছে হারতে হয়েছে রোহিতের মুম্বাইকে । পরিসংখ্যানের বিচারে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে পুণে। কিন্তু পরিসংখ্যানকে মাথায় রেখে এগোতে নারাজ পুণে টিম ম্যানেজমেন্ট।
জানা গেছে, গত দুই ম্যাচের ফলাফলকে মাথায় রেখে মাঠ নামবে না দল। কোয়ালিফায়ারকে গ্রুপ লীগের ম্যাচের সঙ্গে মেলানোর ভুল করবেন না তাঁরা। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টি ধরা পড়ল না এ দিন মনোজ তিওয়ারি-অজিঙ্ক রাহানেদের গলায়।
প্রসঙ্গত, দিল্লির বিরুদ্ধে হার ছাড়া বিগত ৫টি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এই পরিস্থিতিতে মুম্বাইকে যে মরণ কামর দেবে পুণে সে বিষয় নিশ্চিত থাকা যায়।
অন্যদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ মুম্বাইও। এমনিতেই চলতি আইপিএলে বিধ্বংসী মেজাজে বহুবার পাওয়া গিয়েছে পোলার্ড-বুমরাহদের। ব্যাটে-বলে বহুবার এ মরসুমে দাপট দেখিয়েছেন রোহিত ব্রিগেড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন