ফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান
এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে তিন এশীয় দেশের আধিপত্য। একমাত্র টিকে আছে স্বাগতিক ইংল্যান্ড।
কিন্তু প্রথম সেমিফাইনালে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের কাছে রীতিমত নাকানি চুবানি খেল মরগ্যানরা। ১ বল বাকী থাকতেই মাত্র ২১১ রানে শেষ ইংলিশদের ইনিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারতে হারতে বেঁচে যাওয়া পাকিস্তানিদের বোলিং দাপট দেখল ক্রিকেট বিশ্ব। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা ইংল্যান্ডের সামনে এখন কঠিন পরীক্ষা।
আজ টস ভাগ্যটাও সহায় ছিল না মরগ্যানদের। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার সম্ভবত ভাবেননি সরফরাজ আহমেদ। ফলাফলটা পেয়েছেন হাতেনাতে। বোলারদের দাপটে ইংলিশদের অবস্থা করুণ। ১৬২ রান তুলতেই ৬ উইকেট নেই এবারের টুর্নামেন্টের হট ফেবারিটদের! ব্যাটিংয়ে নেমে ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। মোহাম্মদ আমিরের পরিবর্তনে দলে আসা রুমান রইসের বলে বাউন্ডারি মারতে গিয়ে টাইমিং গড়বড় করে কাভারে বাবর আজমের হাতে ধরা পড়েন অ্যালেক্স হেলস (১৩)। অবশ্য এর আগে একবার এলবিডাব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি।
এরপর ছোট ছোট কিছু জুটি হয়েছে। কিন্তু কোনো জুটিই পঞ্চাশ স্পর্শ করতে পারেনি। দলীয় ৮০ রানে একদশে ফেরা জনি বেয়ারস্টো ওপেন করতে নেমে ৫৭ বলে ৪৩ রান করে হাসান আলীর শিকার হন। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পর জো রুটকে (৪৬) ফিরিয়ে ইংলিশদের বিপদ বাড়িয়ে দেন শাদাব খান। অধিনায়ক এউইন মরগ্যান চেষ্টা করেছিলেন; কিন্তু ব্যক্তিগত ৩৩ রানেই হাসান আলীর বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হন তিনি।
জস বাটলার (৪) এবং মঈন আলীও (১১) কিছু করে দেখাতে পারেননি। দুজনেই শিকার হয়েছেন জুনায়দে খানের। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২১১ রান তুলতেই অলাউট হয়ে যায় ইংল্যান্ড। হাসান আলী ৩টি, জুনায়েদ-রুমান ২টি করে উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন