ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল
আজ জিতলেই স্বপ্নের ফাইনাল। এমন সমীকরণ নিয়েই আজ মুখোমখি হয় বরিশাল ও রংপুর। গতকাল দিনের প্রথম ম্যাচে হারের ফলে ফাইনালে যাওয়ার পথটি একটু দীর্ঘ হয়েছে রংপুরের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করে রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল বুলস। বরিশালের হয়ে ৭৯ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন সাব্বির রহমান। ৪৯ বলে ৭টি চার ৩ ছক্কায় সবচেয়ে কার্যকরী ইনিংসটি খেলেন তিনি।
এছাড়া বরিশালের হয়ে শাহরিয়ার নাফিস ৪৪ রানের আরও একটি গুরুত্বপূর্ন ইনিংস খেলেন। তাছাড়া রনি তালুকদার (২), সেকুজি প্রসন্ন (৭),কেভন কুপার ১০ রান করেন।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আবদুল্লাহ আল মামুন ও ল্যান্ডি সিমন্সের ওপেনিং জুটিতেই অনেক দূর এগিয়ে যায় রংপুর দলটি। রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি আসে সিমন্সের ব্যাট থেকে। ৫৭ বল মোকাবেলায় ৯ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
তাছাড়া রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন (২০), সৌম্য সরকার (৬), সাকিব আল হাসান (১৩), থিসারা পেরেরা (৫) ও ড্যারেন স্যামি (২৩) রান করেন।
বল হাতে বরিশালের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান কেভন কুপার। তাছাড়া একটি করে উইকেট পান আল আমিন হোসেন, সেকুজি প্রসন্ন ও মোহাম্মদ সামি।
আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে সরাসরি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হবে। শনিবার দিনের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে রংপুরকে ৭২ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার দল। বিগ ব্যাশে খেলার জন্য আজকের ম্যাচ না খেলেই ঢাকা ছেড়েছেন বরিশালের বুলসের ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন