ফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন !

ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল মিরপুরের মাঝ উইকেটের পাশে দীর্ঘক্ষণ ধরে উইকেটরক্ষক কাজী নুরুল হাসান সোহানকে ক্যাচ অনুশীলন করিয়ে যাচ্ছেন। শর্ট ক্যাচের পাশাপাশি চলল উচুঁ ক্যাচ অনুশীলন। মেশিন দিয়ে চলল ফিল্ডিং অনুশীলনও। রুটিন অনুযায়ী ফিল্ডিং ও ক্যাচ অনুশীলনের পর সোহান চলে যাবেন নেটে। ব্যাটিং অনুশীলন সারবেন সেখানে।
অনুমিতভাবেই বোঝা যাচ্ছিল পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে দলে না থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান এশিয়া কাপের ফাইনালে দলে ফিরছেন। শেষদিকে তার ‘বিস্ফোরক’ ব্যাটিংয়ের কারণে তাকে দলে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে বাদ পড়ছেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। টপ অর্ডারে মিথুনকে জায়গা দেওয়া যাচ্ছে না বলেই সেরা একাদশের বাইরে থাকছেন। সোহান একাদশে আসলে উইকেটের পিছনের দায়িত্বটা মুশফিকুর রহিমের ছাড়তেই হবে।
ভারতীয় ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে চার পেসার নিয়ে নামার পরিকল্পনা টিম ম্যানেজম্যান্টের। বিপিএলে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি আবু হায়দার রনিকে দেখা যাচ্ছে এশিয়া কাপের ফাইনালে! প্রতিপক্ষে চার বাঁহাতি ব্যাটসম্যানের (যুবরাজ সিং, শেখর ধাওয়ান, সুরেশ রায়না ও রবিন্দ্রর জাদেজা) কথা মেনে বাঁহাতি স্পিনার আরাফাত সানী দলের বাইরে থাকছেন। পাকিস্তানের বিপক্ষে ২ উইকেট নেওয়া সানীকে দলের প্রয়োজনেই বাইরে যেতেই হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন