ফাইনাল নিয়ে মাশরাফির ‘নো কমেন্টস’
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জিতেছে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফাইনালে খেলার আশা জাগিয়ে তুলেছে স্বাগতিকরা। তবে ফাইনালে ওঠা সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “ফাইনালে বাংলাদেশের খেলা সম্ভব কি না, তা নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। আমি শুধু এটুকুই বলব ‘নো কমেন্টস’। এ ছাড়া তেমন কিছু বলার নেই আমার।”
তবে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের এখন সব পরিকল্পনা পাকিস্তানের বিপক্ষে আসরের পরের ম্যাচকে ঘিরে। সে ম্যাচে জিততে আমি আশাবাদী। সবকিছু ঠিকভাবে হলে খেলোয়াড়রা যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারে, তাহলে সাফল্য পাওয়া সম্ভব পাকিস্তানের বিপক্ষেও।’
এই ম্যাচ জিততে পারলে ভালো হবে বলেও মনে করেন মাশরাফি, ‘যদি আমরা শেষ পর্যন্ত ফাইনালে খেলতে নাও পারি, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি হবে আমাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই এই ম্যাচে ভালো করতে পারলে খেলোয়াড়দের মনোবল ভালো জায়গায় থাকবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে ২ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
আর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৮ মার্চ, ফাইনাল ৩ এপ্রিল। বাছাই পর্বে বাংলাদেশ ৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড এবং ১৩ মার্চ ওমানের মুখোমুখি হবে মাশরাফিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন