‘ফালতু’ চলচ্চিত্রে মাহি ও মোশাররফ

বড় পর্দার চলচিত্রে যেমন জনপ্রিয় তারকা মাহি, তেমনি ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম। এবার ভক্তদের মাতাতে এই দুই পর্দার তারকা এক হতে যাচ্ছেন। ওয়াজেদ আলী সুমনের ‘ফালতু’ চলচ্চিত্রে দেখা যাবে এ দু’জনকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন মোশাররফ করিম ও মাহিয়া মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি জানান, ‘ফালতু’ চলচ্চিত্রের জন্য মোশাররফ করিমের সঙ্গে কিছুদিন আগেই তাদের চুক্তি হয়েছে। আর সম্প্রতি মাহিয়া মাহিও চুক্তি করেছেন। শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এই ছবিতে একজন ফালতু ও ঠগ চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘দবির সাহেবের সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মাহি। তবে সুমনের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করবেন মোশাররফ। এদিকে, ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ চলচ্চিত্রেও অভিনয় করবেন মাহি। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার বনি। অন্যদিকে, মোশাররফ এখন ব্যস্ত তৌকীর আহমেদের ‘হালদা’ ও নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’ চলচ্চিত্রের কাজ নিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন