ফাল্লুজায় ঢুকে পড়েছে ইরাকি সেনারা

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অধিকৃত ইরাকের ফাল্লুজায় ঢুকে পড়েছে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা। নগরীটির পুনরায় দখল নিতে নতুন পর্যায়ের অভিযানে আজ সোমবার তিন দিক থেকে ইরাকি বাহিনী সেখানে ঢুকে পড়ে বলে জানিয়েছেন সেনা কমান্ডাররা।
ইরাকের সন্ত্রাসবাদ দমন সংস্থার মুখপাত্র সাবাহ আল-নরম্যান বলেন, ‘সকল বাধা ভেঙ্গে ফালুজায় প্রবেশে আজ ভোরে অভিযান শুরু করেছি।’
ইরাকের যে দুটি প্রধান শহর এখনো আইএসের দখলে আছে বাগদাদের ৪৫ কিলোমিটার পশ্চিমের শহর ফাল্লুজা তার একটি। এই শহরের সুরক্ষায় কারমা নামের যে এলাকায় আইএস প্রাথমিক প্রতিরক্ষাবলয় গড়ে তুলেছিল, সেই এলাকাটি সেনাবাহিনী দখল করে নিয়েছে। ফাল্লুজার কাছে বহুসংখ্যক এলিট ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কয়েকদিন ধরেই শহরটিতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিয়েছে।
তবে এর মধ্যেই ফাল্লুজার উত্তরে আইএসের গাড়িবোমা হামলায় ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। শহরের দক্ষিণে আইএসের চালানো একটি হামলা হেলিকপ্টার গানশিপ দিয়ে রুখে দিয়েছে ইরাকি বাহিনী।
বুধবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আইএসের ফাল্লুজা কমান্ডার মাহের আল বিলাবিসহ প্রায় ৭০ জন আইএস যোদ্ধা নিহত হন বলে জানায় ওয়াশিংটন। গোষ্ঠীটির বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন