ফাহিমকে হত্যা প্রমাণ করে সরকার জঙ্গিবাদে জড়িত
গোলাম ফায়জুল্লাহ ফাহিমকে (২০) ‘ক্রসফায়ারে হত্যা করে’ সরকার প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। জঙ্গিবাদ দমনের নামে সরকারের অভিযান জনমনে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেছে দলটি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ বক্তব্য তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ফাহিম আজ সকালে রিমান্ডে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ফাহিম নিহত হওয়ার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার তাঁকে (ফাহিম) ক্রসফায়ারে হত্যা করলেন। হত্যা করার মানে একটা জিনিসকে তিনি আড়াল করলেন। তিনি এটাকে সামনে আসতে দিলেন না। তার মানে আপনারা এখন বোঝেন, আমরা গতকালই বলেছি, প্রতিটি টেরোরিজমের সাথে স্টেটের, রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে।’
‘আমরা যে বারবার বলছি, দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং আমাদের সংগ্রামী নেত্রী দলের চেয়ারপারসন বলেছেন যে, এই উগ্রপন্থার সাথে, উগ্রবাদী চক্রের সাথে সরকার জড়িত। এই যে আজকের যে ঘটনাটি, এই ঘটনাটিতে আবারও সুপ্রমাণিত হলো যে, এই জঙ্গিবাদ এবং এই কর্মকাণ্ডের যে ঘনকুয়াশা তৈরি করেছেন সরকার, এগুলোর মধ্যে সরকার জড়িত।’
সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ দমনের নামে সরকার বিএনপিকে ধ্বংস করার শেষ চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, জঙ্গিবাদ দমনের অভিযানে বিএনপির অন্তত দুই হাজর ৭০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য স্বল্প মাশুলে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন