ফিদেল কাস্ত্রো ছিলেন সাম্রাজ্যবাদী শক্তিসমূহের আতংক : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কিউবান বিপ্লবের মহানায়ক, সমাজতন্ত্রের অতন্ত্র প্রহরী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড ফিদেল কাস্ত্রো ছিলেন বিশ্ব সা¤্রাজ্যবাদী শক্তিসমূহের আতংক।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে বহুবার হত্যার চেষ্টা করেও সফল হতে পারে নি। অর্থনৈতিক অবরোধ আরোপ করে সাম্রাজ্যবাদী শক্তি কিউবাকে টুটি চেঁপে মারার চেষ্টা করেছে। সে চেষ্টাও সফল হয় নি।
রাশেদ খান মেনন আরো বলেন, কিউবার জনগন সেই অবরোধকারীদের দর্পচূর্ণ করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে গেছে।
তিনি আজ বিকেলে রাজধানীর দলীয় কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে তিনদিন ব্যাপী শোক পালনের শেষ দিনে ওয়ার্কার্স পার্টির আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বাধা-বিপত্তি কিউবার জনগণ ও ফিদেল কাস্ত্রোকে আত্মসমর্পণ করাতে পারে নাই। ওই অবরোধের মধ্যেও শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থা কায়েম করে বিশ্বে সমাজতন্ত্রকে উর্ধে তুলে ধরে রেখেছে।”
আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, কিউবা বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি হায়দার আনোয়ার জুনো, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এনামুল হক এমরান ও ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন