ফিফটি করতে পারলেন না বেয়ারস্টো
জেসন রয়ের জায়গায় সুযোগ পেয়ে ভালোই খেলছিলেন বেয়ারস্টো, কিন্তু ফিফটি করার আগেই হাসান আলির শিকারে পরিণত হয়েছেন তিনি। ১৭তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েছেন তিনি।
আউট হওয়ার আগে ৫৭ বলে ৪৩ রান করেছিলেন বেয়ারস্টো। ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান করেছে ইংল্যান্ড। এর আগে অ্যালেক্স হেলসকে ষষ্ঠ ওভারে বাবর আজমের সহজ ক্যাচে পরিণত করেছেন মোহাম্মদ আমিরের বদলে খেলতে নামা রুম্মান রইস। উইকেটে ২৫ রান করে আছেন জো রুট, নতুন ব্যাটসম্যান এসেছেন ইওন মর্গ্যান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের জন্য দুঃসংবাদ হচ্ছে ইনজুরির জন্য মোহাম্মদ আমির খেলতে পারছেন না। গত ম্যাচে বল হাতে ৩৬টি বল ডট দেয়া আমিরের না থাকাটা পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা।
তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুম্মান রইস। এছাড়া গত ম্যাচে খেলা ফাহিম আশরাফের জায়ড়ায় ফিরছেন লেগস্পিনার শাদাব খান। এদিকে ক্রমাগত ব্যর্থ হতে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের জায়গায় দলে ফিরছেন জনি বেয়ারস্টো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন